৪০ হলে কলকাতার ‘হুল্লোড়’
২৩ জানুয়ারি ২০২০ ১৬:৫৩
আগামীকাল (২৪ জানুয়ারি) বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘হুল্লোড়’। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি এদেশের ৪০টি প্রেক্ষাগৃহে চলবে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘হুল্লোড়’ আমদানি করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির ম্যানেজার বাদল সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।
বাদল সারাবাংলাকে জানান, ঢাকার মধুমিতা, শ্যামলী, ব্লকবাস্টারসহ দেশের সকল অভিজাত সিনেমা হলে ছবিটি চলবে।
মজার ব্যাপার হচ্ছে ‘হুল্লোড়’ ভারতীয় ছবি হলেও বাংলাদেশে আগে মুক্তি পাচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে কলকাতায় চলবে।
‘হুল্লোড়’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম ও দর্শনা বণিক। ‘হুল্লোড়’র বিপরীতে বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির অফিস সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি ‘হুল্লোড়’র সাথে আর কোন ছবি মুক্তি পাচ্ছে না।