Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত ফারিয়া কিনলেন কোটি টাকার গাড়ি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২১ ১৭:০৩

নায়ক-নায়িকাদের গাড়ির শখ পুরানো। কিছুদিন আগে পরীমণি কিনেছিলেন সাড়ে তিন কোটি টাকা দিয়ে গাড়ি। অপু বিশ্বাস, তানহা তাসনিয়া প্রায় কোটি টাকা দামের গাড়ি কিনে আলোচনায় এসেছিলেন। এবার নুসরাত ফারিয়া কিনলেন প্রায় কোটি টাকা দামের গাড়ি।

গাড়ির মডেল মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০। ফারিয়ার নতুন এই গাড়ির রঙ সাদা। যদিও এর আগে ২০২০ সালের মার্চে কিনেছিলেন নীল রঙের টয়োটা সিএইচআর।

বিভিন্ন গাড়ি আমদানিকারক ও শো-রুমের সঙ্গে কথা বলে সারাবাংলা জানতে পেরেছে গাড়িটির বর্তমান বাজার মূল্য ৯০ লাখ টাকার মত।

নুসরাত ফারিয়ার গাড়ি বিলাস নতুন নয়। তিনি এর আগে বলেছিলেন ‘অডি’ কেনার পর বিয়ে করবেন। কিনেছিলেনও অর্ধ কোটি টাকা দিয়ে অডি। তিনি অবশ্য কথা রেখেছেন। অডি কেনার কয়েক মাস পরেই বিয়ে করেন তিনি।

নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নিয়ে। ছবিটির শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি দেশে এসে বিভিন্ন স্টেজ শো ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

সারাবাংলা/এজেডএস

কোটি টাকার গাড়ি নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর