Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত বলিউড তারকা অক্ষয় কুমার


৪ এপ্রিল ২০২১ ১৪:৪৪

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড তারকা অক্ষয় কুমার। রবিবার (৪ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। গত কয়েকদিনের দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বলিউড তারকা আমির খান ও কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকরও। এবার কোভিড পজিটিভ বলিউডের খিলাড়িও।

রবিবার (৪ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অক্ষয় লেখেন, ‘সকলকে জানাতে চাই, আজ সকালে আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। সমস্ত প্রোটোকলের সঙ্গেই নিজেই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হোম কোয়ারান্টাইনে রয়েছি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। আমার একান্ত অনুরোধ, যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন নিজেদের টেস্ট করিয়ে নেন ও সাবধানে থাকেন। অ্যাকশনে ফিরে আসব শীঘ্রই।’

বিজ্ঞাপন

সম্প্রতি বলিউডে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে করোনা। অল্প কয়েক দিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পী লাহিড়ী, পরেশ রাওয়ালের মতো তারকারা। কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুরও। তালিকার নবতম সংযোজন অক্ষয়।

অক্ষয় কুমার করোনা আক্রান্ত বলিউড অভিনেতা বলিউড ইন্ডাস্ট্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর