Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় সন্তান নিলেই জরিমানা বা কারাদণ্ড, দাবি কঙ্গনার


২১ এপ্রিল ২০২১ ১৮:৫৮

বিতর্ক আর কঙ্গনা যেন হাত ধরাধরি করে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার পোস্ট গুলি যে বিতর্কের কেন্দ্রবিন্দু। তার বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। এবার তেমনই এক বিস্ফোরক পোস্ট দিলেন এই ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। বিষয়- ভারতের বর্তমান জনসংখ্যা। যা ইতিমধ্যে ১৩০ কোটি ছাড়িয়েছে। তাই ভারতের জনসংখ্যা সীমাবদ্ধ করতে ‘কঠোর আইন’ করার দাবি করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘ভোটের রাজনীতি-কে একদিকে রাখা উচিত এবং আজ সংকটের দিকে তাকিয়ে অন্তত তৃতীয় সন্তানের জন্য জরিমানা বা কারাদণ্ড হওয়া উচিত’।

এদিকে, কঙ্গনার দেওয়া এমন পোস্টে কৌতুক অভিনেত্রী সলোনি গৌর কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন, কঙ্গনার নিজেরই আরও দুই ভাইবোন আছে। বড় বোন রাঙ্গোলি এবং ছোট ভাই অক্ষত রানাওয়াত। সালোনির এই মন্তব্যের পালটা প্রতিবাদ জানিয়ে কঙ্গনা তাকে ‘জটিল বিষয়’ না বুঝে এটি ‘বিরক্তিকর’ বলেছেন এবং তার কৌতুককে ‘রসিকতা’ বলে সমালোচনা করেছেন।

——

কৌতুক অভিনেত্রী সলোনি গৌরের মন্তব্যের উত্তরে কঙ্গনা আরও লেখেন, ‘কোনও আশ্চর্যের বিষয় নয় যে, তোমার কৌতুক তোমার নিজের কাছে রসিকতা। আমার বড় দাদারা ৮ ভাইবোন ছিল, সেই সময় অনেক শিশু মারা যেত। মানুষের তুলনায় জঙ্গলে আরও বেশি প্রাণী ছিল। আমাদের অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে হয়। তাই, সময়ের সঙ্গে প্রয়োজনে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চীনের মতো আমাদেরও শক্তিশালী নিয়ম থাকা উচিত।’

এরপর আরো বেশ কিছু টুইট করেন কঙ্গনা। একটিতে লেখেন, ‘আপনি যদি এই জাতীয় জটিল বিষয়গুলি বুঝতে সক্ষম হন, তবে আপনি মানুষকে তাদের খাওয়ার পক্ষে, তাদের দুর্বলতাগুলি, উপার্জিত সাফল্যকে উপহাস না করে মূল্যবান কিছু করতে সক্ষম হতেন। তবে আপনি কোনও ভালো কিছু জানেন না, বোকা’।

কঙ্গনা আরও বলেছিলেন যে ভারতের জনসংখ্যার একটি অংশ মার্কিন মুলুকে রয়েছে। তিনি লিখেছেন, ‘জনসংখ্যার সমস্যা’ গুরুতর।

বিজ্ঞাপন

কঙ্গনা রানাওয়াত তৃতীয় সন্তান বলিউড অভিনেত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর