Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে ‘নোম্যাডল্যান্ড’র জয়জয়কার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ এপ্রিল ২০২১ ১৩:৩২

ঘোষিত হয়েছে ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। প্রথমবারের মতো দুটি ভেন্যুতে পুরস্কার দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে হয়েছে অনুষ্ঠান।

এবারের আসরে সকলের প্রত্যাশামাফিক সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘নোম্যাডল্যান্ড’। শুধু সেরা সিনেমা না ছবিটি সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিয়েছে।

বিজ্ঞাপন

একনজরে পুরস্কারপ্রাপ্তরা:

সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড

 সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

 সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

 সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)

 সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

 সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)

 সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

 সেরা এনিমেটেড সিনেমা: সোল

সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম

 ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট

 সিনেমাটোগ্রাফি: মাঙ্ক

 সম্পাদনা: সাউন্ড অব মেটাল

 প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক

 শব্দ: সাউন্ড অব মেটাল

 সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)

 সেরা প্রামাণ্যচিত্র: কোলেট

 প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

 অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ

 সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান

 সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন

 অরিজিনাল স্কোর: সোল

বিজ্ঞাপন

 কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম

করোনার কারণে এবারের আসর অনুষ্ঠিত হয়েছে স্বল্প পরিসরে। মনোনয়নপ্রাপ্তরা এবং আত্মীয়রা ছাড়া মাত্র ১৭০ জন ভাগ্যবান দর্শক পুরো অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছে। তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সারাবাংলা/এজেডএস

৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ড নোম্যাডল্যান্ড