Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে ডাকাতের কবলে সালওয়া, ৯৯৯ কলে উদ্ধার

আহমেদ জামান শিমুল
২৬ আগস্ট ২০২১ ১৬:৫৫

চলচ্চিত্র অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া বুধবার (২৫ আগস্ট) রাতে পরিবারসহ ডাকাতের কবলে পড়েছিলেন। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল করলে পুলিশ এসে তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং দুর্বৃত্তদের একজনকে গ্রেফতার করেছে।

ঘটনা সম্পর্কে সালওয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা একটা কাজে কেরানীগঞ্জে গিয়েছিলাম। সেখান থেকে সন্ধ্যার পর ফেরার সময় কেরানীগঞ্জের পরে রোহিতপুর নামক একটা জায়গার কাছাকাছি আসলে ৪ থেকে ৫ জন ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির পথ আটকায়। তারা বলতে থাকে তাদের মোটরসাইকেলের সঙ্গে নাকি আমাদের গাড়ির ধাক্কা লেগেছে, ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। অথচ ওখানে কোনো দুর্ঘটনাই ঘটেনি। ড্রাইভারের পাশের সিটে আব্বু বসা ছিলেন। আর পিছনে আমি আর আম্মু। তারা আব্বু ও ড্রাইভারকে গাড়ি থেকে নেমে কথা বলতে বলে। কিন্তু ওই জায়গাটা অন্ধকার ছিলো। আমরা তাদেরকে সামনে গিয়ে কথা বলতে বলি, তারা রাজি না হয়ে দুর্ব্যবহার করতে থাকে। ঘটনায় প্রথমে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। পরে বিপদ বুঝতে পেরে ৯৯৯ এ কল দিই।’

বিজ্ঞাপন

ফোন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা সেখান থেকে সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সালওয়া জানান, মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দাবি করেছিলো। পরবর্তীতে তারা থানায় গিয়ে জানতে পারেন, এরা সবাই সংঘবদ্ধ চক্র। ডাকাতি ও চাঁদাবাজি করায় এদের কাজ।
সালওয়ার বাবা রফিকুল থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত বিচার আইনে মামলা নিয়েছে।

আকস্মিক ঘটনায় পুলিশের কাছ থেকে দ্রুত সাড়া পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালওয়া।

বিজ্ঞাপন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮–এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের পাশাপাশি বর্তমানে কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন তিনি। যদিও ছবিটি এখনও শেষ করা যায়নি। তার অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/এজেডএস

ডাকাতি নিশাত নাওয়ার সালওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর