Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো থাকুক ভালোবাসা’


৩ জুন ২০১৮ ১২:২৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে সঞ্জয় সমদ্দারের সুনাম রয়েছে। তবে সেই সুনাম শুধুমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আটকে থাকেনি।  মাঝে মধ্যে নাটক নির্মাণ করে সেই সুনামের ধারা অব্যাহত রেখেছেন তিনি।

হাতে গোনা যে ক’টি নাটক নির্মাণ করেছেন তার সবগুলোই পেয়েছে দর্শকপ্রিয়তা। এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক। ‘ভালো থাকুক ভালোবাসা’ শিরোনামের নাটকটি রচনা করেছেন ইসতিয়াক অয়ন।

নাটকটি সম্পর্কে সঞ্জয় সমদ্দার সারাবাংলা ডট নেটকে জানান, ‘আমি সময়ের গল্প বলতে চাই। এই সময়ের প্রেম, বন্ধুত্ব, বেকারত্ব ইত্যাদি গল্পের মধ্যে দিয়ে বলতে চেয়েছি। তবে আমি বিশ্বাস করি ভালোবাসার চেয়ে সুন্দর, পবিত্র ও শাশ্বত আর কিছু নেই। এই বিষয়টি আমি নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।’

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ‘এই নাটকের গল্প গড়ে উঠেছে এক বেকার যুবক ও চাকরিজীবী মেয়ের প্রেম নিয়ে। নাটকে দেখা যায় যেদিন বিয়ের জন্য মেয়েটা যেদিন বাসা থেকে বেরিয়ে আসে সেদিনই ঘটে দুর্ঘটনা। তৈরি হয় এক হৃদয় বিদারক ঘটনার। ট্র্যাজিক গল্প বলার সাথে সাথে রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা না বলার মতো সামজিক সচেতনতার কথাও বলা হয়েছে নাটকে।’

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পিয়া বিপাশা, ডা. মাহমুদা নাজনীন, শামীম শিকদার। আসছে ঈদে কোনো  বেসরকারি টেলিভিশন চ্যানেলে অথবা অনলাইনে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/আরএসও/পিএ

নাটক ভালো থাকুক ভালোবাসা সঞ্জয় সমদ্দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর