Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের ছেড়ে দেয়া সিনেমায় শাহরুখ


৪ জুন ২০১৮ ১১:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ভারতীয় এয়ারফোর্সের পাইলট রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা ‘স্যালুট’। অভিনয় করার কথা ছিল আমির খানের। কিন্তু শেষমেশ বলিউডের মিস্টার পার্ফেকশনিস্ট অভিনয় করছেন না এই ছবিতে। তবে আশাহত হওয়ার কারণ নেই। সিনেমা যুক্ত হয়েছে বলিউডের আরেক সুপারস্টারের নাম।

তিনি হলেন শাহরুখ খান। হ্যাঁ, আমিরের পরিবর্তে ‘স্যালুট’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। বলিউড বাদশাহ এখন ব্যস্ত ‘জিরো’ সিনেমার কাজে। এর পরেই শাহরুখ শুরু করবেন ‘স্যালুট’ ছবির কাজ।

রাকেশ শর্মা

চমক রয়েছে আরও। সিনেমায় যুক্ত ছিলেন ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের সহ-শিল্পী দীপিকা পাডুকন। এই জুটিকে পেয়ে সবাই ছিলেন পুনর্মিলনী মুডে। কিন্তু সেই আনন্দ মলিন হয়ে গেছে। ইউনিটে দীপিকার আবেদনটা থাকছে না। তবে যুক্ত হচ্ছেন আরেক বলিউড ধামাকা।

দীপিকা পাডুকন, শাহরুখ খান, কারিনা কাপুর খান

তিনি কারিনা কাপুর খান। দীপিকার জায়গায় দেখা যাবে কারিনাকে। তাতেও অখুশি নন শাহরুখ খান। ‘রা-ওয়ান’ সিনেমার এই দুই সহশিল্পীতে ‘স্যালুট’ সিনেমাটাও জমবে ভালো।

ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরেই শুরু হবে ‘স্যালুট’ সিনেমা শুটিং। ছবিটি মুক্তির পরিকল্পনা ২০১৯ সালে।

সারাবাংলা/পিএ

আমির খান রাকেশ শর্মা শাহরুখ খান

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর