Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের পাশে আসিফ আকবর ফাউন্ডেশন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৪:৩৯

আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের বিস্তীর্ণ জনপদ। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়াতে ‘আসিফ আকবর ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি এ ঘোষণা দেন।

শনিবার(২৩ আগস্ট) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করব, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করব নিজেই। দেশের বাইরেও আমার ভক্তকূল রয়েছে। তহবিল গঠনে তারাও এগিয়ে আসবে।’

বিজ্ঞাপন

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সংস্কৃতি জগতের শিল্পী ও কলাকুশলীরা। ভয়াবহ বন্যায় মানুষের পাশে থাকতে চালু করা হয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, এরই মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে তাদের ফাউন্ডেশনের সহযোগিতা।

সারাবাংলা/এজেডএস

আসিফ আকবর ফাউন্ডেশন বন্যার্তের পাশে

বিজ্ঞাপন

‘উইকড’ ও ‘রেড ওয়ান’ একই দিনে
২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর