Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘বিটিভি নিউজ’র যাত্রা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:০০

বাংলাদেশ টেলিভিশন তাদের আরেকটি চ্যানেলের যাত্রা শুরু করলো। নাম ‘বিটিভি নিউজ’। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

বিটিভি নিউজ-এর লোগো প্রকাশ করে ওই পোস্টে বলা হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করেছে ‌‌‘বিটিভি নিউজ’।

বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে বিটিভির অনুষ্ঠান দেখতে পাচ্ছে।

বর্তমানে বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারিত হয়। তবে শুধু সংবাদের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে যাত্রা শুরু করছে বিটিভি নিউজ। বিটিভির অন্যান্য চ্যানেলগুলো হলো- ‘বিটিভি’, ‘বিটিভি ওয়ার্ল্ড’, ‘সংসদ টেলিভিশন’, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’।

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিটিভি নিউজ