মোবাইল ও টিভি সিরিয়ালে আসক্তির গল্পে ‘আবির্ভাব’
৩ জানুয়ারি ২০২৫ ১৯:৪২
মায়া শিক্ষিত মেয়ে হয়েও বই পড়তে পছন্দ করে না। বইয়ের চেয়ে মোবাইল ফোন ও টিভি সিরিয়ালের প্রতি তার আসক্তি বেশি। মায়ার স্বামী রাতুল তার বউয়ের এ স্বভাব একদম পছন্দ করে না। সে চায় তাকে শুধরাতে। এরই মধ্যে মায়া সন্তানসম্ভবা হয়। তখন গ্রাম থেকে রাতুলের মা বউমার প্রতি খেয়াল রাখতে শহরে আসে। মায়ার শাশুড়ি তার বউমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে চায়। সে ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি তাকে মানবিক মূল্যবোধের চর্চার চেষ্টা করে। কিন্তু মায়া এসব অনুশাসন মেনে চললেও মন থেকে একদমই পছন্দ করে না।
সে তার শাশুড়িকে জব্দ করতে একদিন দুপুরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর বিকালে ফোন ঘাটতে ঘাটতে নিজেই ঘুমিয়ে পড়লে দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় তার গর্ভের অনাগত সন্তান সাপের মতো আঁকাবাঁকা হয়ে চলছে আর বলছে তার নাম যেন ‘মোবাইল’ রাখা হয়! ভয় পেয়ে মায়ার ঘুম ভেঙে গেলে সে রাতুলকে সব জানায়। মায়া উপলব্ধি করে শাশুড়ির সঙ্গে সে চরম অন্যায় করে ফেলেছে। এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘আবির্ভাব’।
আলিম-উর-রহিমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন হোসাইন নিরব, ফারজানা মিহি, শিল্পী সরকার অপু, সাবিহা জামান ও মেহেরিন জাহান। প্রচারিত হবে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টা ৫ মিনিটে।
সারাবাংলা/এজেডএস