Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলিফিশ ডে: সমুদ্রের জাদুকরি জীবদের জন্য একদিন!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

সমুদ্রের গভীরে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। যে প্রাণীটি না মাছ, না পাখি—তবুও পানির ভেতর বাতাসের বুদবুদের মতো ভেসে বেড়ায়, আলো ছড়ায়, আর দেখতে যেন রঙিন কোনো ছাতা! তার নাম— জেলিফিশ। আর প্রতি বছর ৩ নভেম্বর এই অদ্ভুত, নরম, ভেসে থাকা প্রাণীটির জন্যই পালন করা হয় জেলিফিশ ডে।

এদিন কোনো রঙিন আয়োজন, সেইভাবে পার্টি নেই— তবে আছে সমুদ্রের সুন্দরতম প্রাণীগুলোর প্রতি একটুকরো ভালোবাসা, কৌতূহল এবং আবিষ্কারের আনন্দ।

কেন জেলিফিশ এত মায়াবী?

জেলিফিশ প্রকৃতির তৈরি করা এক জীবন্ত শিল্পকর্ম। কেবল একটি জেলিফিশ দেখতে পেলেই মনে হয় যেন সমুদ্রের ভেতর ছোট কোনো লণ্ঠন ভাসছে।

অনেক জেলিফিশ জীবদ্যুত (bioluminescence) দিয়ে আলো ছড়ায়। তাদের শরীরে নেই— হৃদপিণ্ড, মস্তিষ্ক, এমনকি হাড়ও নয়! তবু কোটি কোটি বছর ধরে তারা সমুদ্রে টিকে আছে। যার অর্থ— তারা দেখতে যতটা নরম, অস্তিত্বে ততটাই শক্ত।

বিজ্ঞাপন

৩ নভেম্বর—কীভাবে শুরু হলো এই দিন?

জেলিফিশ নিয়ে গবেষকদের আগ্রহ দিনদিন বাড়ছে। বিশ্বজুড়ে সামুদ্রিক গবেষক, পরিবেশকর্মী ও সমুদ্রপ্রেমীরা একদিন রেখে দিতে চেয়েছিলেন শুধু এই প্রাণীর জন্য।
সেই ভাবনা থেকেই জন্ম World Jellyfish Day—একদিন যার উদ্দেশ্য…
জেলিফিশের রহস্যময় দুনিয়াকে পরিচয় করানো,
পরিবেশে তাদের ভূমিকা বোঝানো,
আর তাদের রঙিন সত্তাকে উদযাপন করা।

জেলিফিশ ডে উদযাপনের মজার উপায়

জেলিফিশ ধরতে হবে না— বরং দূর থেকে ভালোবাসারই দিন আজ। তুমি চাইলে এভাবে উদযাপন করতে পারো—
জেলিফিশ-থিমে মোবাইল ওয়ালপেপার বদলে ফেলো— রঙিন, নরম, জ্বলজ্বলে জেলিফিশ— একদিনের জন্য স্ক্রিনে রাখলে মনটাই ভালো হয়ে যাবে।

জেলিফিশ নিয়ে ডকুমেন্টারি দেখো: সমুদ্রের নিচের আলো আর জেলিফিশের নাচ—চোখের আরাম, মনের শান্তি।

নিজের হাতে জেলিফিশ বানাও: কাগজ, রঙ বা কটন দিয়ে—বাচ্চাদের সঙ্গে ছোট্ট ক্রাফট করাও। ভাবলেই মজা লাগে, তাই না?

সমুদ্রধর্মী সঙ্গীত শুনে রিলাক্স: ওশান-ওয়েভ সাউন্ড আর জেলিফিশের ভেসে থাকার ভিজ্যুয়াল—দারুণ এক মুড তৈরি হবে।

কেন জেলিফিশকে ভালোবাসা উচিত?

জেলিফিশ শুধু সুন্দরই নয়— সমুদ্রের বাস্তুতন্ত্রে তারা খুব গুরুত্বপূর্ণ। তারা সমুদ্রের ফুড চেইন ধরে রাখে, পানির ভারসাম্য উন্নত করে। এবং কিছু প্রজাতি চিকিৎসা গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। তাই জেলিফিশ শুধু দেখতে সুন্দর— তা নয়, বিজ্ঞান ও প্রকৃতিতেও তারা অত্যন্ত প্রয়োজনীয়।

শেষকথা

সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী আছে, যাদের চারদিকে রহস্য, আলো, গল্প। জেলিফিশ তেমনই এক আশ্চর্য সৃষ্টি।

জেলিফিশ ডে সেই রহস্যকে উদযাপন করার দিন— একটুকরো নরম, রঙিন, ভেসে থাকা সৌন্দর্যের প্রতি ছোট্ট শ্রদ্ধা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর