Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্টফোনের পাওয়ার বাটন কাজ না করলে কি করবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১২

আমাদের জীবনের প্রায় সব ধরণের কাজ এ আমরা আমাদের হাতের মুঠোয় থাকা মোবাইল দিয়েই করার চেষ্টা করে থাকি। কিন্তু দেখা যায় গুরুত্বপূর্ণ কাজের সময় ‘পাওয়ার বাটন তাই কাজ করছে না। স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে মাঝে এমন কিছু সমস্যার মুখোমুখি হতে হয়।

চিন্তার কিছু নেই, আসুন সহজ এমন সমস্যার কিছু সহজ উপায়-

* ভলিউম বাটনের ব্যবহার: ভলিউম বাটন এবং চার্জার সংযুক্ত করে ফোন রিস্টার্ট করার চেষ্টা করুন। কিছু ফোনে ভলিউম ডাউন + হোম বোতাম একসাথে চেপে ধরেও ফোন চালু করা যায়।

* চার্জার যুক্ত করুন: অনেক সময় ফোন চার্জার সংযুক্ত করলে নিজেই অন হয়ে যায়।

* অটো পাওয়ার অন/অফ করা: যদি ফোনে ‘Scheduled Power On/Off’ অপশন থাকে, সেটি ব্যবহার করে ফোন চালু বা বন্ধ করা সম্ভব।

বিজ্ঞাপন

* থার্ড-পার্টি অ্যাপের ব্যবহার: প্লে স্টোর থেকে ‘Power Button to Volume Button’ বা ‘Assistive Touch’ অ্যাপ ডাউনলোড করে পাওয়ার বাটন ছাড়াই ফোন নিয়ন্ত্রণ করা যায়।

* অন্য বোতাম দিয়ে ফোন চালু করার চেষ্টা: কিছু ফোনে ভলিউম আপ/ডাউন বোতাম ব্যবহার করে পাওয়ার অন করা সম্ভব।

* কম্পিউটারে যুক্ত করুন: যদি USB ডিবাগিং মোড চালু থাকে, তবে ADB কমান্ডের মাধ্যমে ফোন চালু করা যেতে পারে।

* আনলক অ্যাপ ব্যবহার করুন: যদি স্ক্রিন লক/আনলকের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপ থাকে, সেটি দিয়ে ফোন চালু করা সম্ভব।

* পাওয়ার বাটন মেরামত করুন: আপনি যদি ইলেকট্রনিক্স বিষয়ে অভিজ্ঞ হন, বাটনের ভেতরের কন্ট্রাক্ট ক্লিন বা রিপ্লেস করতে পারেন।

* সিম বা মেমরি কার্ড খুলে ফেলা: অনেক সময় সিম বা মেমোরি কার্ড খুলে আবার লাগালে ফোন চালু হয়।

* যদি সমস্যা হার্ডওয়্যারজনিত হয় বা দীর্ঘস্থায়ী হয়, নিকটস্থ মোবাইল সার্ভিস সেন্টার বা কোম্পানির অফিসিয়াল সার্ভিস সেন্টারের সাহায্য নিন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

গুগল সার্চে হিট ভারতের তারকারা
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

আরো

সম্পর্কিত খবর