কখনো কি খেয়াল করেছেন— একটা টুপি মানুষকে মুহূর্তেই বদলে দিতে পারে? মাথায় টুপি উঠলেই কেউ হয়ে যায় রহস্যময়, কেউ স্টাইলিশ, কেউ আবার পুরোপুরি কমেডিয়ান! ঠিক এমন মজার ভাবনা থেকেই জন্ম নিয়েছে ‘হ্যাট ডে’ (Hat Day)— যে দিনটিতে টুপির কোনো নিয়ম নেই, আছে শুধু কল্পনা আর হাসি।
১৫ জানুয়ারি এলেই বিশ্বের নানা প্রান্তে মানুষ খুলে বসে টুপির আলমারি। ফেডোরা, বেসবল ক্যাপ, কাউবয় হ্যাট, বিনি, কিংবা দাদার আমলের পুরোনো টুপি— সবই যেন আজকের দিনের নায়ক। কেউ অফিসে যায় রঙিন টুপিতে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ঘোষণা দেয়, ‘আজ মাথায় স্টাইল, মনেও স্টাইল!’
টুপি শুধু সাজ নয়, গল্পও বটে
একটা টুপির ভেতর লুকিয়ে থাকে অনেক গল্প। কখনো রোদ থেকে বাঁচার ঢাল, কখনো শীতের উষ্ণতা, আবার কখনো ব্যক্তিত্বের প্রকাশ। চার্লি চ্যাপলিনের বোলার হ্যাট, মাইকেল জ্যাকসনের কালো ফেডোরা কিংবা গ্রামের চাষির খড়ের টুপি— সবই আলাদা আলাদা পরিচয়ের ভাষা।
মজা করার দিন, সিরিয়াস হওয়ার নয়
হ্যাট ডে মানেই একটু হাসি-ঠাট্টা। আজ অফিসে ঢুকেই বসকে দেখে ফেললেন সুপারহিরোর হেলমেটে? অবাক হবেন না। সহকর্মীর মাথায় যদি হাঁড়ি বা কার্টুন চরিত্রের টুপি দেখেন— তাও দিব্যি মানিয়ে যায়। কারণ আজকের দিনটা ড্রেস কোড ভাঙার লাইসেন্স।
সোশ্যাল মিডিয়ায় টুপির রাজত্ব
এই দিনে ইনস্টাগ্রাম, ফেসবুক যেন টুপির প্রদর্শনী। #HatDay হ্যাশট্যাগে ভরে যায় টাইমলাইন। কেউ লিখে, ‘টুপি মাথায়, চিন্তা ছুটিতে’, কেউ আবার বলে, ‘আজ টুপি বলবে আমি কে!’
শেষ কথা
হ্যাট ডে আমাদের মনে করিয়ে দেয়— জীবন সব সময় খুব গম্ভীর হওয়ার দরকার নেই। কখনো কখনো একটা অদ্ভুত টুপি, এক চিলতে হাসিই যথেষ্ট দিনটা রঙিন করে তুলতে। তাই আজ যদি কাউকে টুপি খুলে সম্মান জানাতে না পারেন, অন্তত মাথায় একটা টুপি তুলে নিন— হাসির জন্য, আনন্দের জন্য।