Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার স্মার্টফোন কি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? জানুন ফোন দীর্ঘস্থায়ী করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৮

বর্তনামে স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু অযত্ন আর ভুল ব্যবহারের কারণে দামী স্মার্টফোনটিও কয়েক মাসেই পুরনো বা স্লো হয়ে যেতে পারে। বিশেষ করে চার্জ দেওয়ার ভুল অভ্যাসের কারণে ব্যাটারি নষ্ট হওয়া খুবই সাধারণ ঘটনা। তাই সামান্য কিছু নিয়ম মেনে চললেই আপনার শখের ফোনটি বছরের পর বছর নতুনের মতো ভালো থাকবে। আসুন জেনে নেই স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার কিছু উপায়…

১. ফোনের চার্জ ১০০ শতাংশ দেওয়ার প্রয়োজন নেই

অনেকেরই অভ্যাস ফোন ১০০ শতাংশ না হওয়া পর্যন্ত চার্জ থেকে না খোলা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ফুল চার্জ দিলে ব্যাটারির লিথিয়াম-আয়ন কোষগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিত করতে ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হওয়ামাত্রই প্লাগ খুলে ফেলা ভালো।

বিজ্ঞাপন

২. ব্যাটারি ‘শূন্য’ করবেন না

ফোনের চার্জ একেবারে ০ শতাংশে নামিয়ে আনা ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর। চার্জ ২০-২৫ শতাংশে নেমে এলেই চার্জে বসানো উচিত। ব্যাটারি যত কম ডিসচার্জ হবে, তার আয়ু তত বাড়বে।

৩. শক্ত ও সমতল স্থানে চার্জ দিন

বিছানা, বালিশ বা সোফার ওপর ফোন রেখে চার্জ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। চার্জের সময় ব্যাটারি সামান্য গরম হয়। নরম কাপড়ের ওপর রাখলে তাপ বের হতে পারে না, ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। সবসময় টেবিল বা সমতল স্থানে ফোন রাখুন।

৪. চার্জে দিয়ে ফোন ব্যবহার ‘নিষিদ্ধ’

চার্জে বসানো অবস্থায় গেম খেলা, মুভি দেখা বা কথা বলা ফোনের জন্য সবথেকে বড় ঝুঁকি। এতে ফোন অস্বাভাবিক গরম হয়ে ব্যাটারি ফুলে যেতে পারে, এমনকি বিস্ফোরণের ঝুঁকিও থাকে। দ্রুত চার্জ চাইলে ফোন বন্ধ করে বা ‘এয়ারপ্লেন মোড’ চালু করে চার্জ দিন।

৫. আসল চার্জারই সবথেকে নিরাপদ

ফোনের বক্সে থাকা নিজস্ব চার্জার ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সস্তা বা নকল চার্জার ব্যবহারে ভোল্টেজ ওঠা-নামা করে ফোনের আইসি (IC) নষ্ট করে দিতে পারে।

৬. চার্জিং পোর্টের যত্ন নিন

চার্জ দেওয়ার সময় তাড়াহুড়ো করে বা জোরে চাপ দিয়ে পিন ঢোকাবেন না। এতে চার্জিং পোর্ট ঢিলা হয়ে যায়। এছাড়া পোর্টে ধুলোবালি জমলে নরম ব্রাশ দিয়ে সাবধানে পরিষ্কার রাখুন, যাতে কানেকশন ঠিক থাকে।

৭. প্লাগ পয়েন্ট ও শর্ট সার্কিট সতর্কবার্তা

ঢিলা বা ত্রুটিপূর্ণ প্লাগ পয়েন্টে ফোন চার্জ দেবেন না। এতে স্পার্কিং হয়ে ফোনের মাদারবোর্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেখানে ভোল্টেজ স্থিতিশীল, এমন পয়েন্টে চার্জ দিন।

মূলত আপনার স্মার্টফোনটি কতদিন টিকবে তা অনেকাংশেই নির্ভর করে আপনি সেটির ব্যাটারিকে কতটা যত্ন করছেন তার ওপর। উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনার ফোনটি শুধু দীর্ঘস্থায়ী হবে না, বরং এর সেকেন্ড হ্যান্ড রিসেল ভ্যালুও অনেক ভালো পাবেন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর