চৌদ্দ কোটি বছর আগেকার ডায়নোসরের সাড়ে ছয় ফুট হাড়
২৭ জুলাই ২০১৯ ১৫:১৪
চৌদ্দ কোটি বছর আগের কথা, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কগন্যাক শহরের কাছাকাছি জলাভূমি অঞ্চলে ছিল দৈত্যাকার ডায়নোসরদের বাস। লম্বা গলার, তৃণভোজী এসব ডায়নোসোর বুকে ভর দিয়ে হাঁটত। এদের মতো এত বড় আর কোন প্রাণী পৃথিবীর বুকে চলাচল করেনি।
সম্প্রতি এই এলাকা থেকে মাটি খুঁড়ে দৈত্যাকার ডায়নোসরের সাড়ে ছয় ফুট লম্বা একটি পায়ের হাড় (ফিমার) খুঁজে পেয়েছে ফ্রান্সের শারান্টে বিভাগের প্রত্নজীবাশ্মবিদরা। এই খুঁজে পাওয়া হাড়টি আকারে বিশাল এবং চলনশীল। কিছুদিন আগে,মাটির একই রকম গভীরতায় বিশালাকার একটি শ্রোণীচক্রের হাড় পাওয়া গিয়েছিল।
ধ্বংস হয়ে যাওয়ার এত বছর পর এরকম বিশালাকৃতির হাড় খুঁজে পাওয়া রীতিমত বিরল ঘটনা।
এমনিতেই এই অ্যাঞ্জিয়াক-শারান্টে খনন এলাকা সারা ইউরোপের মধ্যে একটু আলাদা। ২০১০ সাল থেকে ৪৫ টি আলাদা প্রজাতির ডায়নোসরের প্রায় সাড়ে সাত হাজার হাড় এখান থেকে খুঁজে পাওয়া গেছে। সব মিলিয়ে এদের ওজন প্রায় হাফ টন।
এই খনন এলাকায় বিভিন্ন সময় খুঁজে পাওয়া হাড়গুলো দিয়ে প্রত্নজীবাশ্মবিদরা বুকেভর দিয়ে হাঁটা ডায়নোসরের একটি সম্পূর্ণ কঙ্কাল তৈরী করতে চাইছেন। গত দশ বছরের প্রাপ্ত হাড় দিয়ে কঙ্কাল তৈরীর কাজ অর্ধেক পর্যন্ত সম্পন্ন হয়েছে।