Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের নির্বাচনি তহবিলে চুরি


৩১ অক্টোবর ২০২০ ০২:৪৯

ইতিমধ্যেই নির্বাচনি তহবিলের টাকা বেহিসাবি খরচ করে সংকটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জানা গেলো— রিপাবলিকান পার্টির অ্যাকাউন্ট থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এতে সংকট আরও বেড়েছে। ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্ট নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিনে।

রিপাবলিকান দলের প্রধান অ্যান্ড্রু হিট বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ওই রাজ্যে নির্বাচনি ব্যয়ের জন্য দলীয় তহবিলের টাকা যে অ্যাকাউন্টে রাখা হয়েছিলো তা লুট হয়েছে। কে বা কারা অ্যাকাউন্ট হ্যাক করে ২৩ লাখ ডলার সরিয়েছে। গত ২২ অক্টোবর ওই অ্যাকাউন্টে সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এফবিআই এ ঘটনার তদন্ত করছে।

বিজ্ঞাপন

উইসকনসিন রাজ্যের রিপাবলিকান পার্টির অ্যাকাউন্টে নির্বাচনি তহবিলের টাকা জমা হয়েছিল। মার্কিন নির্বাচনে নীল দেওয়াল খ্যাত উইসকনসিন রাজ্য ট্রাম্পের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে জো বাইডেনকে ধরাশায়ী করতে পারেন তবে ফের প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন ট্রাম্প। তবে ট্রাম্পের অবস্থা শুরুতেই অনেকটা যেন লেজেগোবরে হয়ে গেলো।

চুরি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনি তহবিল মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর