যে শহরে পাঁচ ভোটের সবকটি পেলেন বাইডেন
৩ নভেম্বর ২০২০ ১৭:২৯
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত দিনের ভোট গ্রহণ মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। এরইমধ্যে নিউ হ্যাম্পশায়ারের দুই ছোট শহরতলীতে সকল ভোট কাস্টও হয়ে গেছে। তাই ফলাফলও এসে গেছে সামনে। এতে দেখা যায়, একটি শহরের সবকটি ভোটই পেয়েছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেন।
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের পাশেই ছোট্ট শহর ডিক্সিভিলা নচ। নির্বাচনের দিনে যুক্তরাষ্ট্রে সবার আগে ভোট দেন এ শহরের বাসিন্দারা। এখানে রীতি হলো— ভোটের দিন মধ্যরাতে শহরের সকল ভোটদাতা কেন্দ্রে জড়ো হন। তারা একসঙ্গে ভোট দেন। ঘণ্টাখানেকের মধ্যেই ভোট গণনা ও ফল প্রকাশ করা হয়। এবারও তাই হলো। এবার এ শহরের ভোটার ছিলেন মাত্র পাঁচ জন। আর এদের প্রত্যেকেই রায় দিয়েছেন জো বাইডেনের পক্ষে। এখানে জানিয়ে রাখি— ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এ শহরের জনসংখ্যা ১২।
এদিকে নিউ হ্যাম্পশায়ারের আরেক শহরতলী মিলসফিল্ডেও মাঝরাতে ভোট শুরু হয়। এখানে অবশ্য ট্রাম্প ১৬-৫ ব্যবধানে জো বাইডেনকে পরাজিত করেছেন।