ভাষা শহীদ স্মরণে কানাডার এডমন্টনে রক্তদান কর্মসূচি
২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৯
রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশান অব এডমন্টন (বিসিএই) ও আলবার্টা ইউনিভার্সিটির বাংলদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাসুয়া)। গত ২২ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এডমন্টনের কানাডিয়ান রক্তদান সেবা কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিসিএই সভাপতি এইচ এম আশরাফ আলী, বাসুয়া সভাপতি শফিকুল ইসলাম জনিসহ সংগঠনদুটির নেতা ও সদস্যরা।
এর আগে প্রায় এক মাসের বেশি সময় ধরে বিসিএই-এর অফিসিয়াল ই-মেইল, ফোন কল ও সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে কমিউনিটির সদস্যদের রক্তদান কর্মসূচিতে অংশ নিতে উৎসাহ দেওয়া হয়। যার ফলাফল হিসেবে শনিবারের কর্মসূচিতে এসেছিলেন অনেকে।
বিসিএই ও বাসুয়া জানিয়েছে, এই রক্তদান কর্মসূচির মূল উদ্দেশে ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সেই সব বীর শহীদের স্মরণ ও তাদের জন্য শ্রদ্ধা নিবেদন, আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলাভাষা ও সংস্বকৃতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং প্রবাসে বাংলাদেশি-কানাডিয়ান হিসাবে স্বাতন্ত্র্য পরিচয় ধারণ ও লালন করা।
এই কর্মসূচিতে যারা রক্ত দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনদুটির নেতারা।