Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে স্থায়ী শহিদ মিনার উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ০০:২৭

মেক্সিকোতে স্থায়ী শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে। দেশটির মেক্সিকো রাজ্যের (এডোমেক্স) নেপান্তলার সোর হুয়ানা জাদুঘর চত্বরে নির্মিত হয়েছে এই শহিদ মিনার। বৃহস্পতিবার (৯ নভেম্বর) মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শহিদ মিনার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডামেক্সের সংস্কৃতি সচিব নেলি মিনার্ভা ক্যারাস্কো গোডিনেজ, আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক হোসে পাবলো মন্টেমায়োর ক্যামাচো, আমেকামেকা সরকারী অঞ্চলের মহাপরিচালক টোনাটিউ মার্টিনেজ মারিস্কেল, আগ্নেয়গিরি উপত্যকার সাংস্কৃতিক ঐতিহ্য ও সাংস্কৃতিক সেবা বিভাগের মহাপরিচালক এস্টিবালিজ আগুয়াজো অর্টিজ, টেপেটলিক্সপার মেয়র আবেলার্দো রদ্রিগেজ গার্সিয়া, মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট রোজালিন্ডা ডোমিংগেজ ফ্লোরেস এবং মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য হোসে মিগেল দে লা ক্রুজ লিমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফিতা কেটে ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ মিনার উদ্বোধন করা হয়। এছাড়া শহিদ মিনারে বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত তথ্যসহ কিউআর কোড সম্বলিত একটি ফলকও স্থাপন করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম জমি বরাদ্দ ও শহিদ মিনার নির্মাণে সহযোগিতার জন্য মেক্সিকোর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়, ডেপুটি হোসে মিগেল দে লা ক্রুজ লিমা এবং মেক্সিকোপ্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্যের ওপর গুরুত্বারোপ করে তিনি সপ্তদশ শতাব্দীর স্প্যানিশ সাহিত্যিক, মেক্সিকোর আইকন, সোর হুয়ানা ইনেস দে লা ক্রুজের জন্মস্থানে শহিদ মিনার স্থাপনের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে, ৯ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘প্রাইমেরো সুয়েনো’ সাংস্কৃতিক দলের বাংলাদেশের একুশের গানের সঙ্গে মনোরম নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। উপস্থিত প্রায় ১২০ জন দর্শকদের মধ্যে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

উল্লেখ্য, দূতাবাস এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, ওহাকা রাজ্যের পেটাপার সান্তো ডোমিঙ্গো শহরে ডেপুটি রোজালিন্ডা ডোমিংগেজ ফ্লোরেসের সহায়তায় বাংলাদেশের ভাষা আন্দোলনের একটি স্মারক ফলক উন্মোচন করে।

সংস্কৃতি সচিব নেলি মিনার্ভা, নেপান্তলার মেয়র, ডেপুটি জোসে মিগুয়েল দে লা ক্রুজ লিমা এবং ডেপুটি রোজালিন্ডা ডোমিনগুয়েজ ফ্লোরেস তাদের বক্তব্যে মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা তাদের ভবিষ্যত প্রজন্মকে বাংলাদেশের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন।

সেইসঙ্গে মানুষের পরিচয় অভিব্যক্তি এবং ক্ষমতায়নের জন্য মাতৃভাষা সংরক্ষণের বৈশ্বিক তাৎপর্যের উপর জোর দিয়ে তারা বলেন, মেক্সিকোর ৬৭টি আদিবাসী ভাষা সংরক্ষণে তারা বদ্ধপরিকর। তারা আশা প্রকাশ করেন, শহিদ মিনারের স্থায়ী এই প্রতিরূপটির দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক যোগাযোগকে উৎসাহিত করবে।

উপস্থিত প্রায় ১২০ জন দর্শকদের মাঝে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

সেন্সরে জমা পড়লো ’৩৬–২৪–৩৬’
১৬ অক্টোবর ২০২৪ ১৬:১১

সম্পর্কিত খবর