গৃহসজ্জার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়ই কৃত্রিম জিনিসপত্র ব্যবহার করি। তার মধ্যে সবচেয়ে সাধারণ হলো কাগজের ফুল। সহজলভ্য এবং দীর্ঘস্থায়ী হওয়ায় অনেকেই মনে করেন কাগজের ফুলই ঘর সাজানোর জন্য যথেষ্ট। কিন্তু কখনও কি ভেবেছেন, সেই ফুলদানিতে যদি রাখা হয় একগুচ্ছ কাঁচা ফুল, তাহলে কেমন বদলে যাবে পুরো পরিবেশ?
মূল কথা হলো, প্রকৃতির সৌন্দর্য ঘরে আনার সবচেয়ে সহজ উপায় হলো তাজা ফুল। বসার ঘরে বা শোবার ঘরে একসাথে সাজানো কয়েকটি কাঁচা ফুল শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বদলে দেয় আবহ ও অনুভূতি। যেখানে কাগজের ফুল কেবলমাত্র রঙিন একটি বস্তুর মতো দাঁড়িয়ে থাকে, সেখানে কাঁচা ফুল হয়ে ওঠে প্রাণবন্ত, জীবন্ত ও প্রশান্তির উৎস।
কাঁচা ফুলের রঙ, আকার এবং ঘ্রাণ আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে। সকালবেলা ঘরে প্রবেশ করেই যদি চোখে পড়ে ফুটে থাকা টিউলিপ বা গোলাপ, মনে এক ধরনের সতেজতা আসে। আবার সাদা লিলি কিংবা রজনীগন্ধা ছড়িয়ে দেয় শান্ত সুবাস, যা মুহূর্তেই দূর করে ক্লান্তি। এই সুবাস আমাদের মস্তিষ্কে সুখানুভূতির হরমোন তৈরি করতে সাহায্য করে। ফলে মানসিক চাপ কমে যায়, মন হয়ে ওঠে প্রফুল্ল।
গবেষণায় দেখা গেছে, ঘরে কাঁচা ফুল রাখলে ইতিবাচক মানসিক প্রভাব পড়ে। পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ বাড়ে, অতিথিদেরও ভালো লাগে। কাগজের ফুল হয়তো টেবিল বা শেলফে মাসের পর মাস একইভাবে পড়ে থাকে, কিন্তু তাতে ঋতুভেদে কোনো পরিবর্তন আসে না। বিপরীতে কাঁচা ফুল ঋতুভেদে নিয়ে আসে নতুনত্ব—বসন্তে শিমুল বা পলাশ, বর্ষায় কদম, শীতে গাঁদা কিংবা ডালিয়া—প্রতিটি ফুল ঘরে যোগ করে ভিন্ন ভিন্ন আবহ।
শুধু সৌন্দর্য আর সুবাস নয়, ফুল ঘরে রাখার আরেকটি বিশেষ দিক হলো প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করা। শহুরে জীবনে চারপাশে যখন কংক্রিটের দেয়াল, তখন একগুচ্ছ কাঁচা ফুল যেন মনে করিয়ে দেয় আমরা এখনো প্রকৃতির কাছেই আছি।
শেষ কথা হলো, গৃহসজ্জা শুধু সাজসজ্জার বিষয় নয়, এটি মানসিক প্রশান্তিরও অংশ। কাগজের ফুল ঘরকে রঙিন করে তোলে, কিন্তু কাঁচা ফুল এনে দেয় প্রাণ, সতেজতা আর প্রশান্তি। তাই সময় সুযোগ পেলেই ফুলদানিতে রাখুন কাঁচা ফুল। প্রতিদিনের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে ঘরে ফিরেই যেন অনুভব করতে পারেন— প্রকৃতি আপনার ঘরের ভেতরেই আছে।