Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্পতেই রেগে যান স্ত্রী? সম্পর্ক বাঁচাতে করণীয়

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪১

দাম্পত্য জীবন মানেই দু’জন মানুষের একসঙ্গে পথচলা— স্বভাব, অভ্যাস, চাহিদা কিংবা অনুভূতি সবসময় মিলবে না, এটাই স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায়, স্ত্রী খুব অল্পতেই রেগে যান বা মন খারাপ করে ফেলেন। এতে সংসারে অশান্তি নয়, বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি বেড়ে গিয়ে সম্পর্ক দূরে সরে যেতে পারে। তাই এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন একটু সংবেদনশীলতা, একটু বোঝাপড়া এবং অনেকটা ভালোবাসা।

এখন দেখে নেওয়া যাক, এমন পরিস্থিতিতে কী কী করলে সম্পর্ক আরও মধুর থাকবে।

শান্ত থাকুন, প্রতিক্রিয়া নয়— প্রতিকার দিন

স্ত্রী রেগে গেলে অনেকেই পাল্টা রেগে যান। এতে পরিস্থিতি আরও জটিল হয়। বরং আপনি শান্ত থাকুন। নিজের সুর নরম রাখুন— এতে অপরপক্ষও শান্ত হতে সময় নেবে এবং কথা বলা সহজ হবে।

বিজ্ঞাপন

কারণটা বুঝতে চেষ্টা করুন

প্রথমে ভাবুন— তিনি কি সত্যিই আপনার কথায় কষ্ট পেয়েছেন? নাকি দিনের চাপ, ক্লান্তি অথবা অন্য কোনো দুশ্চিন্তা তাকে উত্তেজিত করেছে?
অনেক সময় রাগ মূল কারণ নয়— রাগ আসলে অন্য কিছুর প্রকাশ।

‘শুনছি’— এই শব্দটাই অনেক জাদু করতে পারে

তিনি যখন রাগ করে কিছু বলছেন, তখন বাধা না দিয়ে শুনুন। অনেক সময় মানুষ শুধু চায় কেউ তাকে মন দিয়ে শুনুক—একটা নিরাপদ জায়গা পাক নিজের কথা বলার। ‘আমি বুঝতে চাই তুমি কী বলতে চাও’—এই কথাটি অনেকটাই পরিস্থিতি বদলে দিতে পারে।

মিষ্টি একটা বাক্যই অনেক ঝড় থামাতে পারে

রাগ কমানোর সবচেয়ে সহজ উপায়— নরম কথা।
‘তুমি কষ্ট পেয়েছ? চলো কথা বলি।’
এ ধরনের কথাগুলো তর্ক কমায়, দূরত্ব কমায় এবং সম্পর্ককে সংহত করে।

দোষারোপে নয়—সমাধানে যান

‘তুমি সবসময় এমন করো’, ‘তোমারই দোষ’—এ ধরনের কথায় রাগ আরও বাড়ে। বরং বলুন, ‘আমাদের দু’জনেরই একটু ভুল বোঝাবুঝি হয়েছে মনে হচ্ছে। সমাধানটা কীভাবে করা যায় দেখি?’

সময় দিন— সব সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান হয় না

রাগের মুহূর্তে সমাধান চাওয়াটা ভুল। তাই কিছু সময় দিন। তিনি শান্ত হলে, বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলুন। সময়ই অনেক সমস্যাকে ছোট করে দেয়।

ছোট ছোট যত্নে ভয়ংকর রাগও গলে যায়

• চায়ের কাপ এগিয়ে দেওয়া,
• হালকা একটা ম্যাসেজ,
• পছন্দের খাবার,
• ছোট্ট টেক্সট— ‘আজ তোমাকে খুব tired দেখাচ্ছে, একটু রেস্ট নাও’— এসব যত্ন রাগ কমাতে আশ্চর্য কাজ করে।

নিজের কথাবার্তার ধরণও দেখুন

কখনো কখনো অজান্তে আপনি এমন কিছু বলেন, যা তাকে কষ্ট দেয়। নিজের ভেতরেও একটু নজর দিন—কথা কি কঠিন হয়ে যাচ্ছে? ব্যস্ততায় কি উপেক্ষা হচ্ছে?

মৌনতা নয়— যোগাযোগই সমাধান

চুপ করে থাকা সমাধান নয়। ভদ্রভাবে জিজ্ঞেস করুন, ‘তোমার পাশে আছি, কীভাবে সাহায্য করতে পারি?’ আত্মিক যোগাযোগ বাড়লে রাগ কমে, আস্থা বাড়ে।

প্রয়োজন হলে পেশাদার পরামর্শ নিন

যদি দেখেন রাগ খুব ঘন ঘন হয়, সম্পর্ক প্রভাবিত হয়— কাউন্সেলিং নিতে সমস্যা নেই। আজকাল কাপল থেরাপি একদম স্বাভাবিক।

শেষকথা

রাগ মানুষের স্বাভাবিক আবেগ— তবে সম্পর্ককে সুন্দর রাখতে শেখাটা দু’জনেরই দায়িত্ব। স্ত্রী অল্পতেই রেগে যান মানেই খারাপ কিছু নয়; বরং তার আবেগ প্রকাশের ধরনটা হয়তো একটু আলাদা। আপনি যদি ধৈর্য, বোঝাপড়া আর ভালোবাসা দিয়ে এগিয়ে যান— তাহলে রাগ নয়, প্রেমই জয়ী হবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ইউটিউবের নতুন ফিচার
১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর