ধুলোদৃশ্যে অগ্নিস্নান
ফকির ইলিয়াস
২০ অক্টোবর ২০২৩ ১৭:১৮
২০ অক্টোবর ২০২৩ ১৭:১৮
জীবনের সঞ্চয়ে খুব গোপনেই জড়িয়ে থাকে আলোর রেশম।
একটি আকাশ, অন্য আকাশের কাছে নিজেকে সমর্পন
করে দিতে দিতে যে উপপাদ্য লেখে-
মানুষের হাড়ে হাড়ে লুকিয়ে থাকে সেই প্রেমের উপাদান;
মাটি ক্ষয় হয়। আগুন ক্ষয় হয়। ক্ষয় হয় আয়ু।
আর সেই আয়ুর ছায়াই ঘুরে বেড়ায় আকাশে- হাজার বছর!
পৃথিবী মূলত অর্চনার গল্প শুনতে ভালোবাসে। এরপর পৃথিবী-
মানুষকে শোনায় যে উপাখ্যান,
তা বড় বিষাদের। অর্ধজলে ডুবে থাকা একটি পাতাকাহিনী!
মন কিংবা মণ্ডপ- যেখানেই সেই হৃদপাতার দেখা আমরা পাই,
অন্তত এটা বুঝি –
এই ধুলোদৃশ্যে অগ্নিস্নান সেরে যেতে যেতে
পরিশুদ্ধ পাঁজরের চেয়ে আর কোনও বড় মন্দির নাই!
সারাবাংলা/এজেডএস