নাগরিক সূর্যাস্ত
১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৬
এমন দিনে আমার কি কোথাও যাবার কথা ছিল? যারা নেপথ্যচারী তারা বেশ সুনসান আপাদমস্তক নগ্ন ভ্রমণে
আহ্লাদিত হয়ে বেরিয়ে পড়েছে চৌকাঠ ভেঙে! কতদিন
হলো এরকম দম বন্ধ পরিবেশে আমরা নাগরিক হয়ে
উঠেছি? কেউ কাউকে চিনতে পারিনা! তোমার মূল্যবোধ
লুটিয়ে পড়েছে প্রভুর পায়ের নিচে! পাতাগুলো বেসামাল
মাতাল হয়ে যখন মুখোমুখি বসে তখন ভাবি এই বোধ
হয় নাগরিক সূর্যাস্ত হলো! নষ্ট লোভ আর ধূসর চিত্রকলা
নত হতে হতে নুয়ে পড়েছে মানুষের মুখের ওপর। তাহলে
কি আমরা কেউ কারো নই? শুকনো পাতার সাথে ঝরে
পড়বে সমূহস্মৃতি? একদিন এই জীবনও বিপ্লব করতে
করতে থেমে যায়! হলুদ পাতার মতো ঝরে পড়ে মায়া
জলের উচ্ছ্বাস, যাপনের মুগ্ধতা। মুখের ওপর ঝুঁকে
পড়ে হায়েনার মুখ। এরকম যুদ্ধ যুদ্ধ খেলায় রক্তাক্ত
মানুষের সাথে দেশও উজাড় হয়! স্বাধীনতা মুখ থুবড়ে
পড়ে! মানুষ ভাসতে থাকে শূন্যতায়! ঠা ঠা করে হাসতে
থাকে মদের জার, নটী ও মুদ্রার কুঁকড়ে যাওয়া আনুগত্য
সারাবাংলা/এজেডএস/