ঢাকা: টানা ৪৮ ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকার পর অবশেষে উদ্ধার হলো একটি বিড়াল। ঘটনাটি ঘটে মিরপুরের হোপ স্কুল গলিতে।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে গাছে ওঠে বিড়ালটি। এরপর আর নামতে পারেনি। খাবার কিংবা বিশ্রাম ছাড়াই দু’দিন কাটায় আতঙ্কে। স্থানীয়রা খাবারের টোপ, লাঠি ও মই ব্যবহার করে নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
প্রথম দিনেই বিড়ালটি নামানোর জন্য স্থানীয়রা নানা কৌশল নেয়। খাবারের টোপ দেওয়া হয়, লাঠি দিয়ে আলতো করে নামানোর চেষ্টা করা হয়। এমনকি মই এনে ওঠার চেষ্টাও করা হয়। কিন্তু প্রতিবারই বিড়ালটি ভয়ে আরও ওপরে উঠে যায়। এই অসহায় দৃশ্য দেখে নুসরাত জাহান নামের এক তরুণী ফেসবুকে সাহায্যের জন্য পোস্ট দেন। পোস্টে ট্যাগ করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বিষয়টি জানার পর দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন। ডিএনসিসির কর্মীরা চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সহায়তায় অভিজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে বিড়ালটিকে নিরাপদে নামাতে সক্ষম হয়।
উদ্ধারের পর চিকিৎসার চেষ্টা করা হলেও প্রাণিটি সুস্থ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানুষের পাশাপাশি প্রাণিরাও যেন নিরাপদে বাঁচতে পারে, আমরা সে লক্ষ্যেই কাজ করছি।’
তিনি ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।