Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২০:০৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৩

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শান্তিমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৫ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) বিধি মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড)।

বিজ্ঞাপন

সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে।

এই নিরব এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর