Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ০০:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসচালক বেলাল দেওয়ান (৬৯) মারা গেছে।

বুধবার (২১জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক র‍্যাব-১ এর কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে বেলালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের হেলপার জুবায়দুল আকন্দ (৫০) সামান্য আহত হন।

বেলাল দেওয়ানের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামে। তার বাবার নাম মৃত গজনবী দেওয়ান।

বিজ্ঞাপন

জুবায়দুল আকন্দ জানান, গাইবান্ধাগামী ওরিন এন্টারপ্রাইজ বাসের চালক ছিলেন বেলাল দেওয়ান। সন্ধ্যার দিকে মহাখালী থেকে কয়েকজন যাত্রী নিয়ে গাইবন্ধার উদ্দেশে রওনা হন। পথে উড়ালসড়ক হয়ে উত্তরা এলাকায় নামার সময় নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের যাত্রীরা রক্ষা পেলেও চালক বেলাল নিজ আসনে আটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে এমসি মহিলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর