টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে কোনড়া বিলের কচুরিপানার পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সকালে মোকনা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আফজাল হোসেন ফোনে জানতে পারি, কোনড়া বিলে একজনের লাশ ভাসমান অবস্থা রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।