Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা চালককে হত্যা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৪:২৮

গ্রেফতার দুই অভিযুক্ত।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. রফিকুল ইসলামকে (৫৫) ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার চারদিন পর চরজব্বর থানা পুলিশ ও র‍্যাব-১১ সিপিসি-৩ যৌথ অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত গামছা উদ্ধার করা হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীম মিয়া। এর আগে শনিবার রাতে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রাম ও সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— সুবর্ণচরের চর মহিউদ্দিন গ্রামের মনির হোসেন (৩৭) ও একই গ্রামের মো. সেলিমের ছেলে মো. লিটন (২৬)।

পুলিশ জানায়, নিহত রফিকুল ইসলামের আদি নিবাস বাগেরহাট জেলার কচুয়া থানায়। তবে বিয়ের পর প্রায় ৪০ বছর ধরে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের দ্বীন বেপারী বাড়িতে বসবাস করছিলেন। কয়েক মাস আগে তিনি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন।

গত ২৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরদিন সুবর্ণচরের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় শ্বাসরোধের দাগ ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।

পরে আটক মনির জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, রফিকুল তার পরিচিত ছিলেন। হত্যার দিন কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনিয়ে নেন তারা। এরপর সহযোগী লিটনের সহায়তায় গামছা দিয়ে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যান।

ওসি শাহীম মিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/এমপি

অটোরিকশা চালক গ্রেফতার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর