Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমার নদে ডুবে দাদিসহ দুই নাতির মৃত্যু, ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৬

একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর: ফরিদপুরে গোসলে নেমে কুমার নদে ডুবে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর চৌধুরী বাজার এলাকায় নদীতে ডুবে যাওয়া স্থানের কাছেই মরদেহ ভেসে ওঠে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে (২৫ সেপ্টেম্বর) একই স্থানে গোসল করতে গিয়ে চাচাতো দুই ভাই পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদি মালেকা বেগমও পানিতে তলিয়ে যান। সন্ধ্যায় ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দাদি ও এক নাতির মরদেহ উদ্ধার করে। তবে আরেক নাতি সোয়াদ নিখোঁজ ছিল।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা জানান, শুক্রবার সকালে ফজরের নামাজের পর থেকেই শিশুটির খোঁজ শুরু করেন তারা। সকাল আটটার দিকে ডুবে যাওয়া স্থানের কয়েক ফিট দূরে বাঁশঝোপের সঙ্গে ভেসে ওঠা অবস্থায় সোয়াদের মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬৫) ও তাঁর দুই নাতি তৌসিফ (৬) ও সোয়াদ (৭)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই এবং ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বাদ জুমা চৌধুরী বাজার জামে মসজিদে দাদি-নাতিদের জানাজা অনুষ্ঠিত হয়। একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ নিসার আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে স্থানীয়রা নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছেন।

শুক্রবার দুপুরে নিহত পরিবারের বাড়িতে যান হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, সমাজসেবক শাহিদ আল ফারুক ও উন্নয়ন সংস্থা একেকে’র উপ-পরিচালক বিএম আলাউদ্দীন। তারা শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন।

সারাবাংলা/এমপি

পানিতে ডুবে মৃত্যু মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর