Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাস করতে এসে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ

ইবি করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৯:২৮

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে হুসাইন তুষার নামের ওই নেতাকে আটক করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক হুসাইন তুষার ইবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর কক্ষে থাকতেন।

জানা গেছে, মাস্টার্সের ক্লাস করতে আসলে ছাত্রদলের কর্মীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সোপর্দ করে।

বিজ্ঞাপন

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, ‘আটক ছাত্রলীগ নেতা অতীতে ক্যাম্পাসে নানা অপকর্ম ও হুমকির সঙ্গে জড়িত ছিল। প্রশাসন নিষ্ক্রিয় থাকায় তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’

অন্যদিকে আটক হুসাইন তুষার বলেন, ‘আমি শুধু ক্লাস করতে এসেছিলাম। এর আগে পরীক্ষা দিতে আসলেও কেউ কিছু বলেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা তাকে ধরে আমাদের অফিসে নিয়ে এসেছে। আমরা নিয়ম অনুযায়ী তাকে থানায় সোপর্দ করেছি।’

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘তিনি বর্তমানে হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর