রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১৯ কেজি ওজনের বিশাল কাতলা মাছ ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার চকু মোল্লার আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, ভোর রাতে কৃষ্ণ হালদার ও তার সহযোগীরা দৌলতদিয়া চরকর্নেশনা এলাকার পদ্মা নদীতে জাল ফেলে বিশাল আকৃতির কাতলা মাছটি ধরেন। এরপর সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছের আড়তে আনা হয়। উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন সম্রাট শাজাহান শেখ, যার মোট দাম দাঁড়ায় ৫৩ হাজার ২০০ টাকা।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ‘নিলামে কেনার পর অনলাইনে ফেসবুক পেজ ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করি। পরে কুমারখালীর এক ব্যবসায়ী কেজিপ্রতি ১০০ টাকা লাভ যোগ করে ৫৫ হাজার ১০০ টাকায় কাতলা মাছটি কিনেছেন।’