Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লতিফা বেগম (৬০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন নারী শ্রমিক।

বুধবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়া–মেহেরপুর সড়কের মিরপুর এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফা বেগম নওয়াপাড়া এলাকার নান্নু শেখের স্ত্রী। তিনি স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, “রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে তারা সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক লতিফা বেগমকে মৃত ঘোষণা করেন।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিন নারী বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর