লালমনিরহাট: লালমনিরহাট জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— হাতীবান্ধা উপজেলার শাখার সক্রিয় সদস্য মো. আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম (৪৮), আদিতমারী উপজেলার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের এপিএস মো. আলমগীর হোসেন (৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য মো. জাহেদুল ইসলাম (৪৩), সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য মো. সিরাজুল ইসলাম ওরফে সেরাসহ (৪০) আরও অনেকে।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতাররা বিভিন্ন হত্যা ও অন্যান্য অপরাধের মামলার আসামি। অভিযানের পরে তারা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’