Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:২২

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে একটি লাগেজভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে ফেলে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় সড়কের পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর আগের দিন বুধবার (১২ নভেম্বর) আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোলবোমা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাশকতার প্রস্তুতির খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সড়কের পাশে ফেলে যাওয়া একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোলবোমা পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।

সারাবাংলা/এমপি