পিরোজপুর: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ (সো-কসু) অফিস কক্ষে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ হামলা চালান পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়— হাতে লোহার পাইপ নিয়ে তিনি ছাত্র সংসদের অফিসে ঢুকে টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করছেন। মুহূর্তের মধ্যেই কক্ষটি তছনছ হয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলছেন, ‘একজন সাবেক ছাত্রনেতার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি শুধু কলেজের মর্যাদাই ক্ষুণ্ন করেননি, বরং নিজের রাজনৈতিক দলেরও সুনাম নষ্ট করেছেন— যা দুঃখজনক ও লজ্জার।’
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল বলেন, ‘ঘটনার সময় আমি কলেজে উপস্থিত ছিলাম না। তবে খবর জানার পর বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করেছে। আমরা আগামীকাল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’
স্থানীয় সচেতন নাগরিকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা আশা প্রকাশ করেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক কারণ উদঘাটন করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।