Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে জোড়া খুন: প্রধান আসামি অহিদ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৪:০০

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত জোড়া খুন মামলার অন্যতম এজাহারনামীয় আসামি অহিদ (৩৫)–কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব–১১।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে র‌্যাব–১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি দল বিশেষ অভিযানে তাকে আটক করে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে অহিদসহ ১০০–১২০ জন সন্ত্রাসী চরডুমুরিয়া গ্রামে হামলা চালায়। চাপাতি, রামদা, কুড়াল, পিস্তল, বন্দুক ও লোহার রডসহ দেশি–বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা আরিফ মীরের বাড়িতে প্রথম দফা আক্রমণ চালায়।

বিজ্ঞাপন

আরিফ মীর ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খার বাড়িতে যায় এবং তাকেও লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১১ নভেম্বর দুপুরে তিনি মারা যান।

জোড়া খুনের এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব পায়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১১ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় অভিযান চালায়। ওই সময় মামলার প্রধান আসামি অহিদকে আটক করা হয়।

গ্রেফতার অহিদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি গ্রামে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর