Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার শিবগঞ্জ আসনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা মান্নার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ০৯:৪১

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।

বগুড়া: নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, জোটের পক্ষ থেকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (১৪ নভেম্বর) শহরের পিটিআই মোড় এলাকায় তার বাসভবনে সারাবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

মান্না বলেন, ‘কিছু আসন জোট প্রার্থীদের জন্য খালি রাখা হয়েছে। আমি বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো—এটা আমার ঘোষিত কথা। আমাদের জোটের তরফ থেকেও বিষয়টি জানানো হয়েছে। জোটের নেতারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিষয়টি জানেন।’

তিনি জানান, বগুড়ার উন্নয়নে তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান। ‘তারেক রহমান আমাকে বলেছেন, তিনি বগুড়ার সন্তান। আমিও বগুড়ার সন্তান। তাই বগুড়া সিটি করপোরেশন, বগুড়া পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করবো,’ বলেন মান্না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বগুড়াকে অবহেলা করেছেন। বিমাতাসুলভ আচরণ করেছেন। যে কারণে এতো বছর বগুড়ার উন্নয়ন থমকে ছিল।’

তিনি আশা প্রকাশ করেন যে এবার বিএনপি জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং বগুড়ায় সুষম উন্নয়নের নতুন ধারার সূত্রপাত হবে।

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন প্রসঙ্গে মান্না বলেন, ‘গণভোট ভোটের দিন হোক বা আগে হোক— এ নিয়ে বিতর্কের প্রয়োজন দেখি না।’

দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি সুখী–সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। ভালো সরকার গড়তে হলে দলও ভালো হতে হবে। বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছেন। আমার বিশ্বাস, তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন এবং তিনিই হবেন সেই সরকারের প্রধানমন্ত্রী।’

২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেই নির্বাচনে আমার বিজয় নিশ্চিত ছিল। ধানের শীষ প্রতীক নিয়ে আমি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলাম এবং এখনও আছে। এলাকাবাসী জানেন, আমরা এবারও জোটগতভাবে নির্বাচন করবো এবং তারা আমাকে জোটের প্রার্থী হিসেবেই দেখছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর