Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে অটোচালককে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৮:২৯

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহদাৎ হোসেন (১৪) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা–আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শাহদাৎ আদিয়াবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বড় ভাই ধান কাটতে গেলে তার অটোরিকশা নিয়ে বের হয় শাহদাৎ। পরে বিকেলে দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলাকেটে হত্যা করে সড়কের পাশে ফেলে যায়। স্থানীয়রা মরদেহটি দেখে রায়পুরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ আলম বলেন, ‘গলাকেটে হত্যা করা হয়েছে— এটা নিশ্চিত। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ এখন বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর