Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

শীতজনিত দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।

পঞ্চগড়: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের উত্তরের জনপদ পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় হিমালয়খ্যাত এই জেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৮ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। ফলে তীব্র শীতজনিত দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে কয়েকদিন ধরে পঞ্চগড়জুড়ে হিমালয়ের হিমেল বাতাসে শীতের প্রকোপ আরও বেড়েছে। সকালে ঝলমলে রোদ দেখা মিললেও বিকেল গড়াতেই শীতের তীব্রতা বাড়তে থাকে। রাত ও ভোরে ঠান্ডা বাড়ায় গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড় পরে ঘর থেকে বের হচ্ছেন। ডিসেম্বরের শুরু থেকেই শীতের হঠাৎ বেড়ে যাওয়া তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ভ্যানচালক ফারুক হোসেন বলেন, ‘এই শীতে সকালে ভ্যান নিয়ে বের হওয়া যায় না। আমাদের মতো খেটে খাওয়া মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে।’

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে জেলায়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর