Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:২৬

প্রতিপক্ষের হামলায় নিহত রেজোয়ান আমিন সিফাত। ছবি: সংগৃহীত

ভোলা: জমি-জমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জেলার সদর উপজেলায় রেজোয়ান আমিন সিফাত (২৮) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যার পর বাড়ির সামনের রাস্তার ওপর সিফাতকে একা পেয়ে প্রতিপক্ষ হেলাল মেম্বারের ছেলে সাকিব-হাসিব এবং সাকিবের চাচাতো ভাই রনি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হেলাল উদ্দিন গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই আলাউদ্দিন গ্রুপের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে আজ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও সংঘর্ষে একজন নিহত হয়েছিল বলে জানায় স্থানীয়রা।

হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দোষীদের আটকে অভিযান চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর