Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: প্রাথমিক শিক্ষাবর্ষের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জের বিদ্যালয়গুলোতে বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ বছর চাহিদার প্রায় সব বই বছর শুরুর আগেই সরবরাহ করা সম্ভব হয়েছে। প্রাক-প্রাথমিকে বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি, প্রথম থেকে তৃতীয় শ্রেণীর জন্য ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩টি, এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য ৪ লাখ ২৮ হাজার ১২১টি।

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংলিশ ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের বইও বিতরণ করা হয়েছে। এদিকে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।’

বিজ্ঞাপন