চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাচোল থানাধীন ৪নং নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইট এলাকার একটি দিঘির পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে-লোহার তৈরি বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত দা ১টি, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা গুলিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অস্ত্র ও গুলি আধিপত্য বিস্তার বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরণের অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।