Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯

মনোনয়নপত্র যাচাই বাছাই

নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর প্রথম দিনে নীলফামারী-১ ও ২ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনের মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। তফসিল অনুযায়ী নীলফামারী ১ ও নীলফামারী ২ আসনের যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে।

নীলফামারী ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ৯ জনের কাগজ সঠিক পাওয়া যায়।

বিজ্ঞাপন

অপর দিকে নীলফামারী ২ (সদর) আসনটিতে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে ৫ জনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকি দুই জন স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটানিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া ৩ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারদের যে সম্মতি পেশ করার কথা বলা হয়েছে, সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।