Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী-৪
৮ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ০০:২৯

নীলফামারী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই

নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের কার্যালয়ের কনফারেন্স রুমে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তথ্যে গরমিল ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে সঠিকতা না পাওয়ায় চারজন স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বিজ্ঞাপন

বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- রিয়াদ আরফান সরকার রানা, মামুন অর রশিদ মামুন, শাহরিয়ার ফেরদৌস এবং জোবায়দুর রহমান।

অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- মো. আব্দুল গফুর সরকার (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), আব্দুল মুনতাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মির্জা মো. শওকত আকবর রওশন (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), মো. মাইদুল ইসলাম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী), নুর মোহাম্মদ (লিবারেল ডেমেক্রেটিক পার্টি-এল.ডি.পি) ও মো. সিদ্দিকুল আলম (জাতীয় পার্টি)।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, বাতিলকৃত প্রার্থীরা তাদের মনোনয়ন বৈধ করার জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর