পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের দুই জনকেই বৈধ ঘোষণা করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামী প্রার্থী মাসুদ সাঈদী পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে পিরোজপুরের সার্বিক উন্নয়নে একে অপরকে সহযোগিতা করে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হবে।