কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে পর কুষ্টিয়া-৩ আসনে জমায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এ সময় সাংবাদিকদের আমির হামজা বলেন, ‘আলহামদুলিল্লাহ বৈধ হয়েছি, আমরা আবার শুকরিয়া আদায় করছি। নির্বাচনি লেভেলিং ফিল্ড লাগবে; এখনো হয়নি। কি হবে এখনো জানি না, ২২ তারিখের পরে আশা করছি এগুলো ১০০ শতাংশ ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, তার মানে এখনো আমাদের মন মতো হয়নি, আমরা আশা করব মন মত হবে।’
তিনি আরও বলেন, ‘যে সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশন থেকে লিখে দিয়েছে, প্রত্যেকটা দলের প্রার্থী যদি এগুলো মেনে চলে আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের সদর থানা পুরোটা পুড়ে যাওয়ায় এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখন আতঙ্কে আছি। এই অস্ত্রগুলো কোথায় আছে, এগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। আমাদের বারবার আশ্বাস দিচ্ছে এগুলো নিয়ে কাজ করছে, তবে এখনো দৃশ্যমান কিছু দেখিনি। অস্ত্রগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারে যে সমস্ত অস্ত্রগুলো আসছে এগুলো বন্ধ করতে হবে। নইলে নির্বাচন সুষ্ঠ হবে না।’
উল্লেখ্য, কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে জেলার চারটি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।