Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি হলফনামা
শিশির মনিরের চেয়ে তার স্ত্রীর সম্পদ দ্বিগুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৪

জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৫১ লাখ টাকা, স্ত্রীর আয় প্রায় দ্বিগুণ (৮৯ লাখ)। স্ত্রীর অস্থাবর সম্পদ শিশিরের প্রায় তিন গুণের বেশি।

হলফনামা থেকে আরও জানা যায়, শিশির মনিরের সম্পদের মধ্যে নগদ আছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা, ব্যাংকে ২ হাজার ৩০০ টাকা, যানবাহন ৩৭ লাখ ৫০ হাজার টাকার, ইলেকট্রনিক পণ্য ৪ লাখ টাকার, সোনা আছে ২৫ ভরি; যেগুলো উপহার হিসেবে পাওয়া।

শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের কাছে নগদ অর্থ আছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা, ব্যাংকে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা; বন্ড ঋণপত্র ৩ হাজার ৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা, যানবাহন ৪৩ লাখ ২৫ হাজার টাকার, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা, ইলেকট্রনিকসামগ্রী ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকার। সেইসঙ্গে শিশির মনিরের স্ত্রীর নামে এক কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের (অকৃষি জমি) আছে বলে হলফনামায় উল্লেখ আছে।

বিজ্ঞাপন

এদিকে শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা। এই মামলা হাইকোর্ট বিভাগের আদেশে কার্যক্রম স্থগিত আছে। অন্য মামলাটি তদন্তাধীন।

বিজ্ঞাপন

আইএসও সনদ পেল বাংলালিংক
৬ জানুয়ারি ২০২৬ ২২:০৪

আরো

সম্পর্কিত খবর