কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের ঝাউতলায় প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কাওসার হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঝাউতলা মোড়ের রাজু হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত সোহেল রানা (৪৫) কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরের দিকে ওই হোটেলের সামনে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তার পথরোধ করে দুইটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি। সেখানে তাকে এলোপাতাড়িভাবে কুপাতে থাকে। পরে গুরুতর আহত সোহেল রানাকে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সোহেল রানা জানান, তিনি কুষ্টিয়া আদালত চত্বর থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঝাউতলা মোড়ে পৌঁছালে বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীদের কয়েকজন পালিয়ে যায়। এ সময় কাওসার হোসেন নামে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’