Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২৩:৩২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১১:০৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত রানা শেখ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে রানা শেখ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের জাব্দীপুর বউ বাজারের তাফসীর গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত রানা আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পর পর দুটি গুলি করে। গুলিগুলো তার তার বাম হাতে ও পিঠে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

ওসি জানান, ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা কার্তুজসহ দেশে তৈরি শাটার গান ফেলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর